
নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে কমিউনিটি ঝুঁকি নিরূপণ (সিআরএ) ও ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা (আরআরএপি) বৈধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও নাওডাঙ্গা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হাছেন আলী। সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ সিআরএ ও আরআরএপি প্রনয়নের কাজে নিয়োজিত স্থানীয় সহযোগীগণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সিআরএ ও আরআরএপি প্রনয়নের কাজে সার্বিক সহযোগিতা প্রদান করে ইসলামিক রিলিফ বাংলাদেশ, ফুলবাড়ী ফিল্ড অফিস। কার্যক্রমটি বাস্তবায়ন হয় ইসলামিক রিলিফ বাংলাদেশ’র চলমান প্রকল্প সুপ্রিম প্রকল্পের মাধ্যমে। সভায় প্রনীত সিআরএ ও আরআরএপি’র বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা শেষে সকলের সম্মতিতে তা অনুমোদন দেয়া হয়।
সভায় উপস্থিত সকলেই এই প্রথম আনুষ্ঠানিকভাবে নাওডাঙ্গা ইউনিয়নের সিআরএ ও আরআরএপি তৈরিতে সহযোগীতার জন্য ইসলামিক রিলিফ বাংলাদেশ ও এ কাজের সাথে সংশ্লিষ্ট স্থানীয় সকল সহযোগিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় উপস্থিত সুপ্রিম প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো. আরসাদ আনিছুর রহমান তার বক্তব্যে বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশ দীর্ঘদিন ধরে দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তরিকতার সাথে কাজ করছে। আগামীতেও এ কাজের ধারা অব্যাহত রাখতে আপনাদের সকলের সহযোগিতা দরকার। বিশেষ করে ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভ‚মিকা গুরুত্বপূর্ণ। পাশাপাশি কমিউনিটি ঝুঁকি নিরূপণ ও ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা অনুযায়ী ইউনিয়ন পরিষদকে আগামী দিনে তাদের বাজেট প্রনয়ন করার জন্য আহবান জানান তিনি।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহামুদুল হাসান লিখন কমিউনিটি ঝুঁকি নিরূপণ ও ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা প্রনয়নে গৃহীত বিভিন্ন কর্মকান্ডের উপর আলোকপাত করেন। তিনি তার বক্তব্যে আরো বলেন, পরিকল্পনা তৈরিতে কমিউনিটিসহ সংশ্লিষ্ট সকলেই অনেক ত্যাগ স্বীকার করেছেন। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, প্রস্তাবিত পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করলে তবেই তা স্বার্থকতা লাভ করবে।
সবশেষে সকলের সম্মতিতে সমাপনী বক্তব্যে কমিউনিটি ঝুঁকি নিরূপণ ও ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা প্রনয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হানিফ ইসলামিক রিলিফ বাংলাদেশকে তার প্রতিষ্ঠান, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ইউনিয়ন পরিষদের পক্ষ হতে আস্থা পুনরায় ব্যক্ত করেন এবং যে কোন সহযোগিতার আশ্বাস প্রদান করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
সভাটির সফল আয়োজনে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহামুদুল হাসান লিখন ও সুপ্রিম প্রকল্পের সহ প্রকল্প কর্মকর্তা মো. আনোয়ার সাদ্দাত আন্তরিকতার সাথে বিভিন্ন দায়িত্ব পালন করেন।