
আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ কামরুল হাসান এর বদলীজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।

আজ ১৬ই জানুয়ারি বৃহস্পতিবার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ও পলাশবাড়ী আদর্শ কলেজ মিলায়তনে এ সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রথমে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানকে ফুলের শুভেচ্ছা জানান পলাশবাড়ী উপজেলা যুবদল।উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদের নেতৃত্বে যুবদলের নেতৃবৃন্দ এ ফুলের শুভেচ্ছা জানান। এসময় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত এবং পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার ও সদস্য সাদেকুল ইসলাম রুবেল উপস্থিত ছিলেন। এছাড়াও বৈরীহরিন বাড়ি সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান। এদিন পলাশবাড়ী আদর্শ কলেজের উদ্যোগে পলাশবাড়ীর বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার কে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয় করা হয়। এসময় পলাশবাড়ী আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফাসহ কলেজের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদানের পর হতে সুনামের ও সত্যতার সহিত দায়িত্ব পালন করায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ হতে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।