
লালমনিরহাট প্রতিনিধিঃ

ডা. মিজানুর রহমান আজাহারী এর আগমন উপলক্ষে আগের রাতেই লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠে মুসল্লিদের ঢল নেমেছে। মুসল্লিরা আজাহারীকে দেখার ও তার মূল্যবান বক্তব্য শোনার জন্য বাড়ি ছেড়ে আগের রাতেই মাঠে এসে পরেছে।
আগামীকাল ১৮জানুয়ারি (শনিবার) ইসলামিক সোসাইটি লালমনিরহাট এর আয়োজনে ঐতিহাসিক ওই মাহফিলে যোহর নামাজ শেষে বয়ান পেশ করবেন দেশ বরেণ্য আলেম ডা. মিজানুর রহমান আজাহারী। মাহফিলের জন্য মুসল্লিদের আগ্রহে মাঠটি আগের রাতেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সোহরাওয়ার্দী মাঠের আশপাশের এলাকাতেও ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে, ডা. মিজানুর রহমান আজাহারী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ বিষয়ে নিশ্চিত করে বলেন, ‘রংপুর বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকছি লালমনিরহাটের সোহরাওয়ার্দী উদ্যানে ‘আসুন, দেখা হবে, কথা হবে।’
আপরদিকে মাহফিলে কমপক্ষে ১০ লাখের অধিক মানুষের সমাগম হতে পারে বলে ধারণা আয়োজকদের। এই চিন্তা মাথায় নিয়ে ইতিমধ্যেই জেলা শহরের সবচেয়ে বড় সোহরাওয়ার্দী মাঠে থাকবে মূল মঞ্চ। এ ছাড়া পুরুষদের জন্য পাশ্ববর্তী কালেক্টরেট মাঠ ও পিসি স্কুল মাঠ এবং নারীদের জন্য প্রস্তুত করা হয়েছে জেলা স্টেডিয়াম মাঠ। সকল মাঠেই থাকবে এলসিডি মনিটরের ব্যবস্থা।
মাহফিল ঘিরে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা। মোতায়েন থাকবে বিপুলসংখ্যক আনসার, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীসহ মাহফিল আয়োজকদের স্বেচ্ছাসেবক টিম।
জানা গেছে, দীর্ঘ কয়েক যুগ পর লালমনিরহাটের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিশ্ববরেণ্য কোনো মোফাসসির। গত ২৮ বছর আগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার উচ্চ বিদ্যালয় মাঠে মাহফিল করেন বিশ্বনন্দিত ইসলামি বক্তা ও জামায়াত নেতা প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদী এমপি। এই দীর্ঘ সময় পর বিশ্ববরেণ্য স্কলারের আগমন ঘিরে আনন্দিত ইসলাম প্রিয় মানুষ। এ স্কলারের কথা শুনতে রংপুর বিভাগসহ সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দের আগমন ঘটতে পারে।
এ বিষয়ে মাহফিলের সভাপতি আব্দুল হাকিম বলেন, মাহফিলকে সফল করতে সকল ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে মাহফিলের মাঠগুলোতে। পুরো শহরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বক্তব্য শোনার ব্যবস্থা থাকবে।