
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চাঁদার জন্য মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালকে মারপিটের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলামিন রনির বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ পৌর মৎস্য বাজারে এ মারপিটের ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী নেতা আব্দুল আউয়ালকে (৩৫) উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে।

মারপিটের শিকার আব্দুল আউয়াল অভিযোগ করে বলেন, ছাত্রদলের রনিসহ কয়েকজন এসে তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা তাকে কিলঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে রনিকে ১০ হাজার টাকা দিতে বাধ্য হন তিনি। টাকা পাওয়ার সাথে সাথেই তারা তখন মারপিট বন্ধ করে। বাজারের লোকজন সকলেই ঘটনাটি জানেন ও দেখেছেন।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ মারপিটের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’