
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিক রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল (সুমন) ও মোহাম্মদ রায়হান ফরহাদ লিখনকে জেলহজেতে প্রেরণ করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে হাইকোর্ট থেকে আগাম জামিনে থাকা ওই দুই সাংবাদিক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা

করলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল (সুমন) বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক, দৈনিক সকালের বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি। অপরদিকে নূর মোহাম্মদ রায়হান ফরহাদ লিখন দৈনিক আলো প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি। ও গোবিন্দগঞ্জ চৌকি আদালতের শিক্ষানবীশ আইনজীবী।
প্রসঙ্গত, ২০১৪ সালে আদালতের মেইনগেটে ককটেল বিস্ফোরণ, লাঠিসোটা, ধারালো অস্ত্র দিয়ে জখম,মোটরসাইকেল ছিনতাই এর অভিযোগে ২০২৪ সালের ১৪ নভেম্বর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন্নবী প্রধানের ছেলে তাহারাত তানভীর প্রধান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে দুই সাংবাদিকসহ ১১জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন ।