
আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের গাইবান্ধা -পলাশবাড়ী সড়কের জামেরতল নামক স্থানে কক্সবাজার থেকে গাইবান্ধা গামী অজ্ঞাত বাসের চাপায় শাকিব (১৭) নামে এক কিশোর ঘটনাস্থলে নিহত হয়। এসময় ঘাতক বাসটি চাপা দিয়ে পালিয়ে যায়।

নিহত শাকিব (১৭) পলাশবাড়ী পৌর শহরের শিবরামপুর গ্রামের আজাদুল ইসলামের পুত্র। দুর্ঘটনায় নিহতের পরিবারের হাতে পৌরসভার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
দুর্ঘটনার এ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি তদন্ত লাইছুর রহমান জানান, ঘাতক বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।