
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট শামসুল হক ডিগ্রী (অনার্স) কলেজের গভর্ণিংবডির অভিষেক উপলক্ষে রোববার দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহদেব কুমার প্রামানিকের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কলেজ গভর্ণিংবডির সভাপতি অ্যাড. সেকেন্দার আজম আনাম, বিদ্যুৎসাহী সদস্য ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. একরামুল হক খান, উপাধ্যক্ষ নুরে আলম মোস্তফা, সহকারি অধ্যাপক মো. শহিদুল ইসলাম মন্ডল প্রমুখ।
এর আগে প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান ওই কলেজের সভাপতি অ্যাড. সেকেন্দার আজম আনামকে শপথ বাক্য পাঠ করান। শেষে সভাপতি বিদ্যুৎসাহী সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024