
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইসলামীক ফাউন্ডেশনের আয়োজনে ২০২৪ইং অর্থ বছরে উপজেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে সনদ বিতরনী ও অসহায় দরিদ্রদের মাঝে যাকাতের অর্থের চেক বিতরন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স ভবন অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা সমাজ সেবা অফিসার শফিউল আলম মন্ডল। এতে বিশেষ অতিথি ছিলেন, ইসলামীক ফাউন্ডেশন গাইবান্ধা’র ফিল্ড অফিসার শাহরিয়ার পারভেজ। ইসলামীক ফাউন্ডেশন গোবিন্দগঞ্জ উপজেলার ফিল্ড সুপারভাইজার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মডেল কেয়ারটেকার আনোয়ারুল ইসলাম, মাওলানা মোশাররফ হোসাইন,হাফেজ নাফিউল ইসলামসহ আলেম-ওলেমা,হিফজুল কুরআন প্রতিযোগীতার অংশ নেয়া শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে হিফজুল কুরআন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে সনদ বিতরনও ৪৬ জন দুস্থ, অসহায় মানুষের মাঝে যাকাতের অর্থে চেক বিতরন করা হয়।
