
চবি প্রতিনিধি,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ আয়োজিত আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট Studynet Diplomats’ Premier League 2025-এর চ্যাম্পিয়ন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২য় বর্ষের টিম।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে চবি আলাওল হল মাঠে দুই সপ্তাহ ব্যাপী চলা এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক এবং চেয়ারম্যান মো. নিয়াজ মোর্শেদ।
সভাপতির বক্তব্যে মো. নিয়াজ মোর্শেদ বলেন, “এই টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে বন্ধন শক্তিশালী করার পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলীর বিকাশ ঘটাবে।এই টুর্নামেন্টের মাধ্যমে আইআর বিভাগের বন্ধন আরো শক্ত হয়েছে।
টাইটেল স্পন্সর ও আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, Studynet ও আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ অনেক কষ্ট করে সুন্দর একটা টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সুজিত কুমার দত্ত এবং সহযোগী অধ্যাপক জনাব হেলাল উদ্দীন। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক জনাব তারেক চৌধুরী, জনাব নুসরাত ইয়াসমিন পুষ্প, এবং জনাব রিদুয়ান পারভেজ।
টাইটেল স্পন্সর Studynet এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র এডোকেশন কাউন্সিলর নিশাত ফারজানা, এডোকেশন কাউন্সিলর তামজিদ রহমান ও টিম লিডার (চট্টগ্রাম)রহিমা আক্তার।
উল্লেখ্য যে গত ১৫ ই জানুয়ারি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আন্ত বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন চবি উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.কামাল উদ্দিন।দুই সপ্তাহে বিভাগের ৫ টি টিম টুর্নামেন্টে অংশ নিয়ে তৃতীয় বর্ষ ও দ্বিতীয় বর্ষ ফাইনালে উঠে এবং ২য় বর্ষ বিভাগের ২০ তম ব্যাচ ২৭ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়।