
শফিকুল ইসলাম সাগর, সাব এডিটর:
সাদুল্লাপুর উপজেলার ৭ নং ইদিলপুর ইউনিয়ন বিএনপি’র নির্বাচন/কাউন্সিল সম্পন্ন।

সভাপতি সাহারুল হুদা,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক আঃ মতিন নির্বাচিত।
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৭ নং ইদিলপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দ্বি-বার্ষিক নির্বাচন/কাউন্সিল সম্পন্ন হয়েছে।
উক্ত নির্বাচনে মোট ভোট ৪৫৯, মোট ভোটারের ৪৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অনুপস্থিত ভোটারের সংখ্যা ৩ জন। সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৬ জন প্রার্থী।
নির্বাচিত হয়, সভাপতি পদে আবু সাঈদ মো সাহারুল হুদা (চশমা), তার প্রাপ্ত মোট ভোট ২৪২, সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান সরকার (ঘোড়া), তার প্রাপ্ত মোট ভোট ২৯৮, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মতিন মন্ডল লেবু (মোরগ), তার প্রাপ্ত মোট ভোট ২৫৬। ইদিলপুর ইউনিয়ন বিএনপি’র কাউন্সিলে তিন পদে যে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তারা হলেন,
সভাপতি পদে জাহিদ রেজা স্বপন মানিক (আনারস), প্রাপ্ত মোট ভোট ২০৭, আবু সাঈদ মোঃ সাহারুল হুদা (চশমা), প্রাপ্ত মোট ভোট ২৪২, সাধারণ সম্পাদক পদে,আসাদুজ্জামান সরকার (ঘোড়া), প্রাপ্ত মোট ভোট ২৯৮, এটিএম মোস্তাফিজার রহমান মানিক (ফুটবল), প্রাপ্ত মোট ভোট ১৪৭,
সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান মাষ্টার (মাছ) প্রাপ্ত মোট ভোট ১৮৮, আব্দুল মতিন মন্ডল লেবু (মোরগ), প্রাপ্ত মোট ভোট ২৫৬।
৩১ জানুয়ারি/২৫ ইং শুক্রবার,
৯ টি বুথে বিকাল ৩ টা থেকে ভোট গ্রহণ শুরু করে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ইদিলপুর ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল ও দ্বি-বার্ষিক নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, কৃষিবিদ সামিয়ুর রহমান।