
লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটর হাতীবান্ধা উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোহেল নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে হাতীবান্ধা উপজেলার সূচনা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল কলেজ বাজার, লালমনিরহাটের সমসের আলীর ছেলে।
ফায়ারসার্ভিস ও স্থানীয়রা জানান, চালক সোহেল মোটরসাইকেলযোগে হাতীবান্ধা হতে বড়খাতা যাচ্ছিলেন। সূচনা হলের সামনে পৌঁছলে সামন দিক থেকে আসা লালমনিরহাটগামী পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন সোহেল।
খবর পেয়ে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করলেও চালক ও তার সহকারী পালিয়ে যান।
হাতীবান্ধা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দ ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।