
মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় থানার হাট হাই স্কুলের নবনির্বাচিত এডহক কমিটিকে স্কুল ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
থানার হাই হাই স্কুল এডহক কমিটিগণ হলো সভাপতি মোঃ আবুল হোসেন, সদস্য সচিব খোরশেদ আলম, শিক্ষক প্রতিনিধি মোঃ ছারোয়ার আলম, অভিভাবক সদস্য এডভোকেট আনোয়ার হোসেন ভূঁইয়া।
শুক্রবার (৩১জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার থানারহাট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মাহবুব আলম মহিমের সভাপতিত্বে ও থানার হাট হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির আহম্মদ স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও থানার হাট হাই স্কুলের নবগঠিত এডহক কমিটির সভাপতি মোঃ আবুল হোসেন।
আরো বক্তব্য রাখেন সদস্য সচিব ও থানার হাট স্কুলের প্রধান শিক্ষক খোরশেদ আলম, থানার হাট হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ডাঃ লোকমান হোসেন স্বপন,
সহ-সভাপতি হুমায়ূন কবির, ছালেহ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সাগর, এলাকার বাসীর পক্ষে মোঃ আল মামুন, হুমায়ূন কবির দুলাল, শিক্ষক প্রতিনিধি মোঃ ছারোয়ার আলম, আইন বিষয়ক সম্পাদক ও অভিভাবক সদস্য এডভোকেট আনোয়ার হোসেন ভূঁইয়া, স্কুলের ধর্মীয় শিক্ষক বেল্লাল হোসেন।
বক্তারা বলেন স্কুলের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক অভিভাবকদের সহযোগিতা স্কুলের শিক্ষার মান উন্নয়নে কাজ করার এবং স্কুলের যে কোন সমস্যা কমিটিকে জানানোর জন্য অনুরোধ করা হয়। অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে স্কুলের শিক্ষার্থীদের জন্য ফি ইংলিশ শিক্ষার কোচিংয়ের ব্যবস্থা ও ২০২৫ সাল থেকে সোনাইমুড়ী, চাটখিল, সেনবাগ, বেগমগঞ্জ এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কে নিয়ে বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা হবে।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024