আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
গাইবান্ধা জেলার পলাশবাড়ী - সাদুল্লাপুর আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড: উম্মে কুলসুম স্মৃতি,উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, এমপির ছোট ভাই উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল,ছোট ভাই কল্লোল,ভগ্নিপতি সেকেন্দার হাজিসহ এজাহার নামীয় ৫৬ জনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
৩ ফেব্রুয়ারী সোমবার পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ বাদি হয়ে পলাশবাড়ী থানায় এই মামলা দায়ের করেন। যাহার মামলা নং ০৪ তাং ০৩/০২/২০২৫। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী সাংববাদিকদের বলেন, সাবেক এমপি স্মৃতিসহ এজাহার নামীয় ৫৬ জন ও অজ্ঞাত আরো বেশ কিছু আওয়ামীলীগ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। মামলার আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024