
গাইবান্ধা প্রতিনিধি
‘জাগো বাহে- তিস্তা বাঁচাই’ এই প্রতিপাদ্য নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনে গাইবান্ধা জেলা বিএনপির এক প্রস্ততি সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, শহীদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, খন্দকার সফিউল ইসলাম রিপুসহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক তাঁর বক্তব্যে বলেন, তিস্তা বাচাই একটি সামাজিক আন্দোলন, একটি জনঘনিষ্ঠ জনসম্পৃক্ত আন্দোলন যার মধ্যে দিয়ে এ অঞ্চলের মানুষের সাথে বিএনপির একটি আত্মিক সম্পর্ক গড়ে উঠবে। তিনি আরো বলেন, এটি দাবী আদায়ের আন্দোলন, অধিকার সচেতন করার আন্দোলন এবং ভারতের সমস্ত আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আন্দোলন, এটি জাগরনের আন্দোলন। সাংস্কৃতিক আগ্রাসনের শিকার, পানি আগ্রাসনের শিকার এবং সার্বিকভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাতের যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে প্রতিবাদের আন্দোলন।
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনসমুহের সিনিয়র নেতৃবৃন্দ, সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তিস্তা অববাহিকা এলাকার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দের সহ কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয় এবং সকলের সহযোগীতা কামনা করা হয়।