
স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউপির উত্তর ধর্মপুর গ্রামে পূর্ব শত্রুতায় ৫টি টিনসেড বসতঘর আগুনে পোড়ানোর ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি, ২০২৫) দিবাগত রাত ৮টার দিকে মৃত ছলেমান মণ্ডলের ছেলে দুলাল মিয়ার ৫টি ঘরের টিনের বেড়ায় বিশেষ কৌশলে আগুন দিলে তা পুড়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী প্রতিবেশি মৃত রবিয়াল হোসেনের ছেলে নুর আমিন প্রধান, নুরন্নবী প্রধান, নুর মোহাম্মদ প্রধান ও নুরুল ইসলাম প্রধানকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে দীর্ঘ বিবাদে জমি নিয়ে দ্বন্দ্বে গাইবান্ধায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ২য় আদালতে মামলা (১০৭/১১৭) চলমান। এরপর থেকে ভুক্তভোগীদের বসতবাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রের অংশ হিসেবে ঘটনার রাতে টিনের বেড়ায় পেট্রোল-কেরোসিন দিয়ে আগুন লাগায়। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ায় ৫টি ঘরের আসবাবপত্র, চাল-ডাল, টাকা-পয়সা, সোনার গহনা পুড়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারের স্বজনদের কথা বলেন এবং সান্ত্বনা দেন রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুল হক চৌধুরী ডিউক। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
লিখিত অভিযোগ জমার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।