
গাইবান্ধা প্রতিনিধিঃ

তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে শুক্রবার বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জের গুমানীগঞ্জ পারগয়ড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গুমানীগঞ্জ ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সহ সংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির সভাপতি সানোয়ার হোসেন দিপু, উপজেলা কৃষকদলের নবগঠিত আহবায়ক আব্দুল হালিম সরকার, সদস্য সচিব আব্দুল ওহাব সরকার লিটন, জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মন্ডল, উপজেলা যুুবদলের আহবায়ক তৌহিদুল আলম জুয়েল, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আতাউর রহমান সরকার, যুগ্ন আহবায়ক সৈয়দ আবুল মোস্তান, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক গফুর সরকার।
এসময় কৃষকদলের আহবায়ক আব্দুল হালিম সরকার বলেন, কৃষকরা খাদ্য উৎপাদন করে দেশের মানুষের খাদ্যের চাহিদা পুরন করেন। তারেক রহমান যে ৩১ দফা ঘোষনা করে তার মধ্যে কৃষকদের ভাগ্য উন্নয়নের নানা উদ্যোগ রয়েছে। তাই আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে রাস্ট্র ক্ষমতায় আনতে ঘরে ঘরে ৩১ দফা পৌছাতে হবে।