
মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
আপন ঘর ফাউন্ডেশন দিনাজপুর শাখা ও গাক চক্ষু হাসপাতাল এর উদ্যোগে বিনামুলো চক্ষু আয়োজন করা হয় ।

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ৩ টা পযর্ন্ত আমার ঘর ফাউন্ডেশন দিনাজপুরের আয়োজনে গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
চক্ষু শিবিরের উদ্বোধন করেন ডিবি পুলিশের ওসি মোঃ সোহেল রানা। চক্ষু শিবিরে বিনামূল্যে ৪৪৬ জনের রোগীর মধ্যে ১০৭ জনের সার্জারি, ৯৬ জনের ছানি অপারেশন এবং ১১ জনের অন্যান্য সার্জারি করা হয়।
আপন ঘর একটি সুন্দর কাজ করছে, আমরা সাধারত দেখি পাগল বা রাস্তায় যারা হচ্ছে আবহেলিত ভাবে পরে থাকে, আমরা দেখে সরে যাই। সাধারণ মানুষেরা দেখে সরে যাই কিন্তু দুঃস্থ পাগল অসুস্থ ব্যক্তিদের কে কাছে টেনে নিয়ে তাদেরকে সেবা দিয়ে সুস্থ করার কাজটি নিরলসভাবে করে যাচ্ছে আপন ঘর ফাউন্ডেশন। যেখানে দেখা যাছে যে, অসুস্থ পাগলদের কে নিজের পরিবার দুরে সরিয়ে দেয় কিন্তু আপন ঘর ফাউন্ডেশন তাদেরকে আপন করে নিয়ে সেবা চিকিৎসা সার্বিক কার্যক্রম করে তাদেরকে সুস্থ বানিয়ে তাদের পরিবারে নিকট ফেরত দিছে, এর চেয়ে মানবসেবা বা মানবধর্ম আছে বলে আমি মনে করি না।
উপস্থিত ছিলেন প্রধান অতিথি ডিবি পুলিশের ওসি মোঃ সোহেল রানা, বিশেষ অতিথি মাওলানা আবেদ আলী সিনিয়র শিক্ষক কাম কাউন্সিলর সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজ এবং সভাপতিত্ব করেন মোঃ রুহুল আমিন ম্যানেজার ইনচার্জ দিনাজপুর গাক চক্ষু হাসপাতাল। মোঃ সেজানূর আলম (শাওন) ম্যানেজার এডমিন এন্ড ফাইনেন্স ও আনোয়ার হোসেন এডমিন এন্ড ফাইনান্স। আপন ঘর ফাউন্ডেশন এর কার্যকরী সদস্য মোঃ কাউসার আহমেদ মোঃ ফেরদৌস সালেহীন ও স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রাশেদ হোসেন রিংকু, সবুজ, লাবু, মোঃ সোহেল মিয়া, ইকবাল আহমেদ, জয় হাসদা, মোকলেসুর রহমান, ইয়াসিন, বেলাল, আরাফত, খোকা ও সোহেল রানা, মোঃ সাইফুল আলম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আপন ঘর ফাউন্ডেশন।