
গাইবান্ধা প্রতিনিধিঃ
তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে রাজাহার ইউনিয়নের পানিতলা বাজারে আয়োজন করা হয়।

৯ ফেব্রুয়ারী বিকাল থেকে পানিতলা বাজার শহিদ মিনার মাঠে জরো হতে থাকে নেতাকর্মী ও সমর্থক বৃন্দ। হাজার হাজার নেতা কর্মী ও সমর্থক বৃন্দের উপস্থিতিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজাহার ইউনিয়নের কৃষক সমাবেশে জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন- আহবায়ক আব্দুল মান্নান মহলদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম। আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক কবির আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আলতাফ হোসেন পাতা, এ অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিশ্রুতি পড়ে শুনেন নব নির্বাচিত উপজেলা আহবায়ক আব্দুল হালিম সরকার ,উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল ওহাব সরকার লিটন, উপজেলা যুুবদলের আহবায়ক তৌহিদুল আলম জুয়েল, সিনিয়র যুগ্ন আহবায়ক আতাউর রহমান সরকার,রাজাহার ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মঞ্জুসহ ইউনিয়ন বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এসময় জেলা কৃষকদলের আহবায়ক আব্দুল মান্নান মহলদার অনুষ্ঠানে শুভ উদ্বোধন করে বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কৃষকদলকে সু-সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে । আগামীতে কৃষকদলকে শক্তিশালী ও বেগবান করতে এবং কৃষকের ন্যায্য দাবি আদায়ে লক্ষ্যে কাজ করবে বাংলাদেশ কৃষকদল।