
মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিল উপজেলায় মোহাম্মদপুর ও নাহারখীলে অবৈধভাবে স্থাপিত ইটভাটা যথাক্রমে এসএমবি ও রুপালি ব্রিকস নামক ২টি ইটভাটার কিলন ভেঙে, পানি ঢেলে দিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। এছাড়াও উক্ত দুটি ইটভাটাকে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) নোয়াখালী পরিবেশ অধিদপ্তর ও চাটখিল উপজেলা প্রশাসন যৌথভাবে এক অভিযান পরিচালনা করেন
চাটখিল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকিব ওসমান, নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক নূর হাসান সজীব।
অভিযানে সার্বিক কার্যক্রমে সহায়তা করেন যৌথ বাহিনীর সদস্যরা ও চাটখিল উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা।
নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলার উপপরিচালক মিহির লাল সরদার জানান, নোয়াখালীতে অভিযান আরো বেগবান করে অবশিষ্ট অবৈধ ইটভাটা গুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।