
ডেস্ক রিপোর্ট:
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে ধাপেরহাটে বাজারে দূর্বৃত্তের হামলায় নিহত আব্দুল্লাহ আল-মামুন।
১৩ ফেব্রুয়ারী বিকাল আনুমানিক ৪ ঘটিকার দিকে ধাপেরহাটের জামদানী ঘাট, রাস্তার মুখে দূর্বৃত্তরা আল-মামুনের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে।খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
নিহত আব্দুল্লাহ আল-মামুন মন্ডল (৩০) খামারপাড়া গ্রামের গ্রামের মান্নান মন্ডলের দ্বিতীয় পুত্র ।
জানা যায়, দূর্বৃত্তরা তার উপর অতর্কিত হামলা চালায়।
তার লাশ ধাপেরহাটে নিয়ে আসলে স্হানীয় সাধারণ জনতা,শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা তার লাশ নিয়ে জাতীয় মহাসড়ক অবরোধ করে।
নিহত আব্দুল্লাহ আল-মামুন মন্ডল বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।তার পরিবার জানায়, সে গত কয়েক বছর থেকে দলের সাথে সক্রিয় ছিলো না। সে বিপিএলের সিলেটের নেট ফাস্ট বোলার ছিলো। দীর্ঘদিন থেকেই সে ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত ছিলো। গত ১২ ফেব্রুয়ারী রাতে ঢাকা থেকে ধাপেরহাটের নিজ বাসায় চলে আসে আল-মামুন।
খবর লেখা পর্যন্ত জাতীয় মহাসড়ক অবরুদ্ধ ছিল।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024