
আহসান হাবীব নাহিদ
স্টাফ রিপোর্টার :
আল-মামুন হত্যা জড়িত প্রত্যক্ষদোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৭ ফেব্রুয়ারী সোমবার বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ধাপেরহাট মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন আল-মামুনের মন্ডলের বাবা আব্দুল মান্নান মন্ডল, ভাই টারজান মন্ডল, স্ত্রী, বোন, আব্দুল খালেক মন্ডল, মেহেদুল, রিপন প্রমূখ সহ স্থানীয় ব্যাক্তিবর্গ।
বক্তারা বলেন আল-মামুনের হত্যাকারীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে দ্রুত এই খুনি সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসির জোর দাবি জানান।
উল্লেখ গত ১৩ ফেব্রুয়ারী বিকালে ধাপেরহাট মহাসড়কে জামদানী এলাকায় সন্ত্রাসীদের হাতে সিলেট টিমের পি. বি. এল নেট বলার ও ধাপেরহাট ইউনিয়ন শাখার সাবেক ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন মন্ডল কে প্রকাশ্য সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ও লাঠি সোডা দিয়ে হামলা চালায়।
গুরুতর আহত আল-মামুন মন্ডল কে পিরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে আল-মামুন মন্ডলের মরদেহ নিয়ে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকায়বাসী।
এই হত্যার ঘটনায় ১৪ ফেব্রুয়ারী সাদুল্লাপুর থানায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত আসামীদের গ্রেফতার ও বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।