
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় টাকার বিমিনয়ে আওয়ামী লীগের নেতাকর্মীকে বিএনপির কমিটিতে সদস্য করার অভিযোগ উঠেছে। অপ্রাপ্তদের ভোটার করা ও ভোটার আইডি ছাড়া ভোট গ্রহণ করা হয়েছে। মোট ৪৫৯ কাউন্সিলারের মধ্যে আওয়ামী লীগের ৪৪ অর্ন্তভুক্ত করা হয়েছে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অতি দ্রুত আ.লীগের কাউন্সিলারদের বাদ দেওয়া না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা সাদুল্লাপুর ফরিদপুর ইউনিয়ন বিএনপির একাংশ জেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এ দাবি জানায়। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন। এছাড়া আব্দুল জলিল, মশিউর রহমান শাহাজাদা, রশিদ মোল্লাসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক কাউন্সিলকে সামনে রেখে আওয়ামী লীগের ফ্যাসিস্টদেরকে বিভিন্ন পদে অধিষ্ঠিত করা হয়েছে।
তাদের অভিযোগ মোট কাউন্সিলার
৪৫৯ জন। এদের মধ্যে আওয়ামী লীগের ৪৪ জন। কমিটি বাতিল করে পুনরায় নতুন করে প্রকৃত বিএনপির সদস্যদের নিয়ে কমিটির ঘোষণা দেওয়ার আহবান জানান।