
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে রচনা ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
২১ শে ফেব্রুয়ারি, ২৫ (শুক্রবার) সকালে ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয়, টিভিইটি ইনস্টিটিউট, পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থী, প্রশিক্ষক, শিক্ষক ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে ভাষা শহিদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে রংপুর কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পরে রংপুর সিটি কর্পোরেশনের তালুক ধর্মদাসে ইউসেপ আঞ্চলিক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম।
ইউসেপ রংপুরের সোশ্যাল ইনক্লুশন টিমের টিম লিডার মোঃ সোলাইমান এর সভাপতিত্বে সভায় নিজ নিজ জেলার আঞ্চলিক ভাষায় আরও বক্তব্য রাখেন ডিসেন্ট এমপ্লয়মেন্ট টিম লিডার মোঃ এবাদুর রহমান, ভারপ্রাপ্ত হেড অব ইউসেপ রংপুর টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউট নবীন কুমার সাহা, ইউসেপ রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর চীফ ইনস্ট্রাক্টর মোঃ রাশেদুল হক, টিভিইটি'র ট্রেইনার সাহানা বেগম, আঞ্চলিক কার্যালয়ের প্রোগ্রাম অ্যাসোসিয়েট মোছাঃ রেহেনা পারভীন, সোশ্যাল ইনক্লুশন টিমের ফ্যাসিলিটেটর রামেন্দ্র বর্মা, মোঃ তাওহীদ-উল-ইসলাম ও অফিস সহকারী মোঃ মমিন।
আলোচনা সভা শেষ টিভিইটি ইনস্টিটিউট ও পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা ভাষা ও একুশের উপর কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন। পরে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আলোচনা সভায় টিভিইটি ইনস্টিটিউট এর প্রশিক্ষকবৃন্দ, আঞ্চলিক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীসহ প্রায় ১০০ শত জন উপস্থিত ছিলেন
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024