
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাক চক্ষু হাসপাতালের আয়োজনে ক্রোড়গাছা বিএল উচ্চ বিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বিজয় হোক মানবতার এই প্রতিপাদ্যে’ ২৩ ফেব্রুয়ারী রোববার সকাল ৯ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত এ সেবা কার্যক্রম চলে।।
এ সময় ক্রোড়গাছা বিএল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকার, প্রধান শিক্ষক আফসার আলী, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম প্রধান, গাক কর্মকর্তা মোজাহিদ সরকার, হরিরামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম, অভিভাবক সদস্য ও বিএনপি নেতা শাহাজাহান আলী, বিএনপি নেতা ছলিম উদ্দিন ব্যাপারী সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।