
গাইবান্ধার আসাদুজ্জামান গার্লস হাইস্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারি ( সোমবার) ১১ টায় কলেজ ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।

উক্ত পুরষ্কার বিতরণে অনুষ্ঠানে আসাদুজ্জামান গার্লস হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.মনিরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি সভাপতি অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসাদুজ্জামান গার্লস হাইস্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি এ্যাড.মো.মঞ্জুর মোর্শেদ বাবু, জেলা শিক্ষা অফিসার মো.রোকসানা বেগম। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক বৃদ৷
আলোচনা শেষে অতিথি বৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করেন।