
মোঃমোমিনুলইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী অভিযানে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম-এর নেতৃত্বে একটি অভিজানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে ২৪ ফেব্রুয়ারী’২০২৫ বিকেল দিনাজপুর বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মোঃ ছাইদুর রহমানের পুত্র মোঃ রাকিব হোসেন (২৬) এর বাড়ি তল্লাশি করে ১০০ মিলি করে মোট ১৩০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্যে ২ লক্ষ ৬০ হাজার টাকা দেখানো হয়েছে। এ বিষয়ে মোঃ রাকিব হোসেন (২৬)-কে আসামী করে দিনাজপুরের বিরল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) স্মরণীয় ১৪(গ) ধারায় একটি মামলা করা হয়েছে।

১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।