
মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
বিএনপি চেয়ারপার্সনের উপচেষ্টা পরিষদের সদস্য এ্যাডভোকেট মাসুদ আমহেদ তালুকদার বলেছেন, জাতীয় নির্বাচন বিলম্ব করলে ফ্যাসিস্ট-স্বৈরাচাররা আবার সংগঠিত হবে। এ কারণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বতি সরকারের প্রতি আহবান জানান।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল ৫টায় স্থানীয় ইনস্টিটিউট মাঠে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, আইন শৃংখলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষনা এবং পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দিনাজপুর জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
এ্যাডভোকেট মাসুদ তালুকদার আরো বলেন, বিএনপি জনগনের রাজনীতি করে। বিএনপি অনির্বাচিত সরকারের অংশিদার হতে চায় না বলেই এই সরকারকে সমর্থন করেছিল।
এ্যাডভোকেট মাসুদ বলেন, ফ্যাসিস্ট সরকার বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম করেছিল ও লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছিল। তারা মানুষের ভোটের অধিকার হরন করেছিল। মানুষের দীর্ঘদিনের আকাঙ্কা একটা সুষ্ঠু নির্বাচন। যে নির্বাচনে মানুষ নিজেদের মত করে ভোট দিতে পারবে।
তিনি বলেন, আমরা চাই এই সরকার নির্বাচনি একটি রোডম্যাপ ঘোষণা করবে। যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্টতা পেলেও নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করব। তিনি বলেন, আমরা জনগনের ক্ষমতায় বিশ্বাসী। আমরা আন্দোলন করছি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য।
তিনি বলেন বাজারদর জনগণের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জনগণ দিশেহারা। রমজানের আগে বাজারদর নিয়ন্ত্রণের আহবান জানান। আইনশৃঙ্খলার চরম অঅনতির কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্টরা আবার একত্রিত হয়ে দেশকে অস্থিতিশীল করার করছে। এ ব্যাপারে সরকারকে সতর্ক হওয়া ও দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় আনার আহবান জানান।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব আখতারুজ্জামান মিঞা, সাবেক এমপি এজেডএম রেজওয়ানুল হক ও বীর মুক্তিযোদ্ধা মকশেদ আলী মঙ্গলীয়া।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেুজ্জমান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, সহ-সভাপতি, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও আস্করপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হিরা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল প্রমূখ।
সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা, মোঃ আখতারুজ্জামান জুয়েল, মোজাহারুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরীসহ জেলা বিএনপির উপদেষ্টামন্ডলির অন্যান্য সদস্য, জেলা বিএনপির সম্পাদক মন্ডলির অন্যান্য,
জেলার ১৩টি উপজেলা, ৯টি পৌরসভার ২২টি ইউনিট হতে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মহিলাদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও দিনাজপুর শাখার সভাপতি মোঃ রেজাউল ইসলাম ও জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসু খানের নেতৃত্বে এক বিশাল মিছিল ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপির সমাবেশে যোগ দেয়। মিছিলে
জেলা তাঁতীদলের সহ-সভাপতি মোঃ বাবু খান, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন, তাঁতীদল নেতা মেহেদী হাসান, আবুল হোসেন খোকনসহ অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অপরদিকে বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু’র নেতৃত্বে এক বিশাল মিছিল দিনাজপুর মিছিল ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপির সমাবেশে যোগ দেয়।