বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃ বিভাগ (ছাত্র) এবং আন্তঃ অনুষদ (ছাত্রী) ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ফাইনাল খেলায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ পপুলেশন সায়েন্স বিভাগকে ২৯ রানে পরাজিত করে এবং কলা অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদকে ৯ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ণ হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “খেলায় একদল জয়লাভ করবে এবং অপর দল পরাজিত হবে এটাই নিয়ম। তবে পরাজিত হলেই মন খারাপ করার কিছু নেই, এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও ভালো করার জন্য চেষ্টা করতে হবে।”

উপাচার্য আরও বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করছি, যেখানে একাডেমিক লেখা-পড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমও চলতে পারে। আমরা দায়িত্ব নেওয়ার পর মাত্র পাঁচ মাস অতিবাহিত হয়েছে। আমার জানা মতে এই সময়গুলো অনেক ভালোভাবে অতিক্রম হয়েছে। শিক্ষার্থীদের জন্য যতটুকু করা সম্ভব আমাদের সাধ্যমতো তা প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আগামীতেও সেই চেষ্টা অব্যাহত থাকবে। তবে যে সমস্ত সাময়িক কিছু সমস্যা আছে যেমন, খেলার মাঠ এবং আনুসঙ্গিক পরিবেশের আরও উন্নয়ন করা হবে।”

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিজয়ী দল ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ এবং কলা অনুষদের খেলোয়াড়দের হাতে আর রানার্স আপ ট্রফি তুলে দেন বিজিত দল পপুলেশন সায়েন্স এবং সামাজিক বিজ্ঞান অনুষদের খেলোয়াড়দের হাতে।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক ও প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতা গত ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বুধবার উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম উদ্বোধন করেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে আইটি কার্নিভাল-২০২৪ অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত 

কিশামত বালুয়া প্রিমিয়ারলীগ নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাদুল্যাপুরে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ ‘জ্বীনের বাদশা’ঝিনাইদহে আটক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বিরলের দুই শহীদের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা মোজাহারুল ইসলাম

ভারতে পালানোর সময় আটক মাদারীপুর জেলা আ.লীগের সভাপতি

আসাদুজ্জামান গার্লস হাইস্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 

মাদারীপুরে ইউএনও অফিসের কর্মচারীর ইসলাম ধর্ম গ্রহণ

পৌর বিএনপির সম্মেলন স্থগিত ও সদস্য পদ ফিরে পাওয়ার দাবি