
আহসান হাবীব নাহিদ:স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮ নং ভাতগ্রাম ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটি।

২৮ শে ফেব্রুয়ারী রোজ শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা অস্থায়ী কার্যালয় থেকে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র আহবায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস সালাম মিয়া ও ভাতগ্রাম ইউনিয়নের নেতাকর্মীদের সামনে এ তফসিল ঘোষণা করেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবু সাঈদ মোঃ শাহারুল হুদা।
তফসিল অনুযায়ী সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন পত্র বিক্রয় ১লা মার্চ শনিবার সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত এবং মনোনয়ন পত্র জমা দুপুর ২টা হতে ৪টা পর্যন্ত। মনোনয়ন পত্র যাচাই-বাছাই ২রা মার্চ রবিবার সকাল ১১টা ১২টা পর্যন্ত ও বৈধপ্রার্থী তালিকা প্রকাশ দুপুর ১২টা হতে দুপুর ১টা পর্যন্ত। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ২রা মার্চ রবিবার দুপুর ১টা হতে ২টা পর্যন্ত, চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ দুপুর ২টা হতে ৩টা পর্যন্ত এবং প্রতীক বরাদ্দ দুপুর ৩টা হতে বিকাল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ ৭ মার্চ শুক্রবার সময় দুপুর ২টা হতে বিকাল ৪ টা পর্যন্ত।