
নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার কালকিনিতে পুকুরের পানিতে ডুবে মো. আরাফাত হাসান নামে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২ মার্চ) দুপুরে উপজেলার সাহেবরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরাফাত হাসান একই এলাকার উত্তর আন্ডারচর গ্রামের আহাদ গোমস্তার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত ওই শিশু পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে হঠাৎ করে পাঁ পিচলে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজি শেষে স্থানীয় লোকজন পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা বলেন, আমরা জেনেছি পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024