
আহসান হাবীব নাহিদ স্টাফ রিপোর্টার :
গাইবান্ধার সাদুল্লাপুরে সরবর আদর্শ পুকুর পুরান লক্ষীপুর মৎস্যজীবী সমিতির নামে ইজারা নিয়ে তৃতীয় পক্ষের নিকট অবৈধ পন্থায় বিক্রয়ে সমিতির সাধারণ সম্পাদক মোঃ ময়নুল ইসলাম নামে ২৭শে ফেব্রুয়ারী সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা মৎস্য কর্মকর্তা বরাবরে সমিতির সকল সদস্যদের পক্ষে সভাপতি মোঃ মকবুল হোসেন এ লিখত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে পুরান লক্ষীপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ মকবুল হোসেনে উল্লেখ করেন যে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্মারক নং ৩১.৫৫.৩২৮২.০০১.০৬.০০১.২৫-১২ তারিখ ০৫/০১/২০২৫ খ্রী. প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক ইজারায় অংশগ্রহণ করে ১৪৩২-১৪৩৪ বাংলা সনে আমাদের সমিতি জয়েনপুর ও লক্ষীপুর মৌজায় অবস্থিত সরবর আদর্শ পুকুরের ইজারা প্রাপ্ত হই। কিন্তু সমিতির সাধারণ সম্পাদক মোঃ ময়নুল ইসলাম, পিতা: মৃত- এছিম উদ্দিন গ্রাম : পুরান লক্ষীপুর সে সরবর আদর্শ পুকুর সমিতির নামে ইজারা নিয়ে অবৈধ পন্থায় তৃতীয় পক্ষের নিকট ইজারা দেওয়ার পায়তারা চালাচ্ছে এবং সে পূর্বেও বিভিন্ন সনে সমিতির নামে ইজারা প্রাপ্ত হয়ে তৃতীয় পক্ষের নিকট বিক্রয় করেছে যাহাতে করে সমিতির প্রকৃত মৎস্যজীবী সদস্যগণ ক্ষতির সুম্মখীন হচ্ছে এবং প্রকৃত মৎস্যজীবীরা আর্থিক অসচ্ছলতায় ভুগছেন। অথচ সমিতির নাম ভাঙ্গিয়ে এভাবে বিভিন্ন জলমহল ময়নুল ইসলাম ইজারা নিয়ে অবৈধ পন্থায় তৃতীয় পক্ষের নিকট বিক্রয় করে নিজে একায় সুবিধা ভোগ করছেন এবং লাভবান হচ্ছেন। এজন্য তদন্ত করে ইজারাকৃত সরবর আদর্শ পুকুর তৃতীয় পক্ষের নিকট বিক্রয় বন্ধ রোধের মাধ্যমে সমিতির প্রকৃত মৎস্যজীবী সদস্যরা যাতে ইজারাকৃত সরবর আদর্শ পুকুর ব্যবহার করে সুবিধা ভোগ করত: সচ্ছলতা জীবন যাপন করতে পারেন সে বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি ও উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।