
আহসান হাবীব নাহিদ স্টাফ রিপোর্টার :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৭মার্চ (শুক্রবার) উপজেলার ভাতগ্রাম স্কুল এন্ড কলেজ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে ২জন ও সাধারন সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এরমধ্যে আবু হারেছ মোঃ জামিউল আহসান(চেয়ার) ৩১২ ভোট পেয়ে সভাপতি ও রিয়াজুল ইসলাম (ঘোড়া) ৩৩৯ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন।
তবে সাংগাঠনিক সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় শাহ়আলম মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবু সাঈদ মোঃ সাহরুল হুদা জানান,বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৩৬৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
