
আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রংপুরে ইউসেপ আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যের আলোকে গত ০৯ মার্চ, রবিবার দুপুরে ইউসেপ বাংলাদেশ রংপুর আঞ্চলিক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম।

সভায় সোশ্যাল ইনক্লুশন টিমের ফ্যাসিলিটেটর রামেন্দ্র বর্মা এর সঞ্চালনায় এবং টিম লিডার মো. সোলাইমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন হেড অব ইউসেপ রংপুর টিভিইটি ইনস্টিটিউট মো. মিজানুর রহমান, টিম লিডার, ডিসেন্ট এমপ্লয়মেন্ট মো. এবাদুর রহমান, টিভিইটি ইনস্টিটিউট এর প্রশিক্ষক সাহানা বেগম, আঞ্চলিক কার্যালয়ের কর্মসূচি সহযোগী রেহেনা পারভীন, ডিসেন্ট এমপ্লয়মেন্ট এর কর্মকর্তা সুফিয়া খাতুন, ইউসেপ টিভিইটি ইনস্টিটিউট এর প্রাক্তণ প্রশিক্ষণার্থী ও সফল নারী উদ্যোক্তা জান্নাত আরা।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, টিভিইটি ইনস্টিটিউট এর প্রশিক্ষকবৃন্দ, প্রশিক্ষনার্থীবৃন্দ। অংশগ্রহণকারী নারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
দিবসের গুরুত্ব তুলে ধরে সভায় বক্তারা বলেন, ‘‘আজকের এই দিনটি শুধু নারীদের নয়, সমাজের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। নারীরা দেশের উন্নয়নে অনস্বীকার্য ভূমিকা রেখে চলেছে, তাদের সমতা ও অধিকার প্রতিষ্ঠায় আমাদের আরো অনেক কিছু করতে হবে। নারীদের কারিগরি শিক্ষার প্রতি মনোযোগী হতে আহ্বান জানান এবং সমাজে নারী সুরক্ষার পাশাপাশি তাদের জন্য একটি সমঅধিকারমূলক পরিবেশ তৈরি করতে তারা সকলের প্রতি আহ্বান জানান।”
পরে উপস্থিত প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ উত্তরদাতা তিনজন বিজয়ীকে পুরস্কার প্রদান করেন অতিথিরা।