মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গোবিন্দগঞ্জে ডাকাতি ঘটনার মুল রহস্য উদঘাটন ও মূল পরিকল্পনাকারীকে গ্রেফতারপূর্বক পুলিশের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ১১, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ কর্তৃক গরু ও মহিষ ভর্তি ট্রাক ডাকাতির পৃথক দুটি ঘটনার মূলপরিকল্পনাকারীকে গ্রেফতারপূর্বক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ, ২০২৫) দুপুরে গোবিন্দগঞ্জ থানা কমপ্লেক্সের কনফারেন্স রুমে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের উপস্থিতিতে সংবাদ সংম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম।

এর আগে রবিবার (৯ মার্চ, ২০২৫) গোবিন্দগঞ্জ থানা পুলিশের সদস্যরা গরু ও মহিষ ডাকাতির মূল পরিকল্পনাকারী দিঘলী ফুলবাড়ী গ্রামের আমানুল্লাহ শেখ ওরফে চিনু মিয়ার ছেলে সামিউল ইসলাম (৩৬) কে গাজীপুর জেলার কোনাবাড়ী থানা এলাকা থেকে গ্রেফতার করে।

সংবাদ সম্মেলনে ওসি বুলবুল ইসলাম জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকার রংপুর-বগুড়া মহাসড়কের কোমরপুর বাজার পার হয়ে বৈঠাখালী এলাকায় গত ২৫ জানুয়ারি, ২০২৫ দিবাগত রাত ১টার দিকে ১০টি গরু ভর্তি একটি ট্রাক ডাকাতির ঘটনায় থানায় মামলা নং ৩৯ দায়ের হওয়ার পর ঘটনার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দিনাজপুর জেলার হাকিমপুর থানা এলাকা হতে গরু বহনকারী ট্রাকটি উদ্ধার করে। এর একদিন পর ২৬ জানুয়ারি, ২০২৫ দিবাগত রাত একই এলাকা থেকে ৯টি মহিষ ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় (২৭ জানুয়ারি) থানায় মামলা নং ৪০ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে বগুড়ার মাটিডালি বাইপাস রোডের জয়বাংলা নামক স্থান থেকে মহিষ বহনকারী ট্রাকটি উদ্ধার করে থানা পুলিশ।

তিনি আরও জানান, দুটি মামলায় পুলিশ সুপার, গাইবান্ধা এবং সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এর সার্বিক তদারকীতে থানার অফিসার ইনচার্জ ও মামলার তদন্তকারী অফিসারসহ পুলিশের একটি চৌকশ দল গোপন তথ্যের ভিত্তিতে গত ৯ ফেব্রুয়ারি, ২০২৫ রবিবার ডাকাত শিপনকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির সাথে জড়িত আরও তিনজন রেজাউল করিম, আমিন মিয়া ও শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে দুটি ডাকাতি ঘটনার মূল পরিকল্পনাকারী সামিউলকে কোনাবাড়ী থেকে গ্রেফতার করা হয়। উভয় ঘটনায় ডাকাতি করা গরু ও মহিষগুলো তারা দেশের বিভিন্ন হাট-বাজারে বিক্রি করেছে মর্মে স্বীকারোক্তিমূলক বক্তব্য দেয়।

গরু ডাকাতির সাথে জড়িত গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে, শিপন (২৪) গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউপির সমসপাড়া গ্রামের মৃত আলম মিয়ার ছেলে; রেজাউল করিম (৪৫) খামার পীরগাছা গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেল; আমিন মিয়া (৪৬) গাইবান্ধা সদরের ধানগড়া গ্রামে মৃত মোজাম্মেলের ছেলে; শফিকুল ইসলাম (৫০) পলাশবাড়ী উপজেলার বলরামপুর গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে এবং আশরাফুল ইসলাম (৪৭) গাইবান্ধা সদরের কাশদহ গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

অপরদিকে মহিষ ডাকাতি মামলায় গ্রেফতারকৃতরা হলেন, গরু ডাকাতির সাথে জড়িতদের মধ্যে আশরাফুল ইসলাম (৪৭), সামিউল ইসলাম (৩৬), রেজাউল করিম (৪৫), আমিন মিয়া (৪৬) ও শফিকুল ইসলাম (৫০)।

উল্লেখিত আসামী ছাড়াও মহাসড়কে ডাকাতির সাথে জড়িত থাকায় বিভিন্ন সময় গ্রেফতার করা হয় দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শিবরামপুর গ্রামে হাসেন আলীর ছেলে সানোয়ার হোসেন (৪৮); সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বড় পাঙ্গাসি গ্রামের আশরাফ হোসেনের ছেলে আ. হালিম (২৬); বগুড়া সদরের নুরুইলের ছামির উদ্দিন প্রামানিংক; কুড়াহার গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে সাজু মিয়া (৩৭) ও আ. রশিদের ছেলে আ. আলীম (২৮); শিবগঞ্জ থানার ভাগকোলা গ্রামের আনারুল ইসলামের ছেলে রাসেল মিয়া (১৯), চণ্ডিপুর গ্রামের চান মামুন প্রধানের ছেলে জহুরুল ইসলাম (৪০) এবং গোবিন্দগঞ্জ থানার মাস্তা গ্রামের ওহেদ আলীর ছেলে আবু রায়হান।

সংবাদ সম্মেলনে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, এ পর্যন্ত মহাসড়কে ডাকাতির সাথে জড়িত মোট ১৫ জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

শাখাহার ইউনিয়নে ওয়ার্ড বিএনপির উদ্দোগে অসহায় দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে কল রেকর্ড এডিট করে ওসির বিরুদ্ধে ষড়যন্ত্র 

গোবিন্দগঞ্জে সড়ক দুঘর্টনায় মসজিদের ইমাম নিহত

আতিকা রহমানের প্রেম, ভালোবাসা, প্রকৃতি ও শুন্যতার কবিতা

কিশোর গ্যাংয়ের হাতে ওষুধ ব্যবসায়ী শামীম হত্যা বিচারের দাবিতে সড়ক অবরোধ

জাতীয় উদ্যানে জাককান‌ইবি সাংবাদিক ফোরামের একদিন

নোয়াখালীতে ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা

পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত 

ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের উপরে হামলা ও হত্যার প্রতিবাদে গাইবান্ধায় শিবিরের বিক্ষোভ মিছিল