
গাইবান্ধা ::
ডেভিলহান্টে গ্রেফতারকৃত আসামির ছবি তুলতে গিয়ে নারী সাংবাদিক তানিন আফরিন লাকীর সাথে শ্লীলতাহানির ঘটনায় ৪ জনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের হয়েছে। সদর থানার মামলা নং-১৬ তারিখ – ১১ -০৩- ২০২৫ ইং। এদিকে পেশাগত দায়িত্বপালনকালে নারী সাংবাদিকের সাথে এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবী করেন গাইবান্ধা জেলার সাংবাদিক সমাজ।

এ মামলার আসামিরা হলো- জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া সমিতির বাজার গ্রামের এটিএম রাশেদুজ্জামান রোকন এর ছেলে ১। সুদীপ্ত সরকার (২২), একই গ্রামের মৃত হাছেন আলীর ছেলে ২। রফিকুল ইসলাম ব্যাংকার, মৃত কফিল উদ্দিনের ছেলে ৩। সিদ্দিকুর রহমান, মৃত আঃ ওয়াহাব মিয়ার ছেলে ৪। ফরিদ মিয়া।
মামলা সুত্রে জানা যায়, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া কলেজের অধ্যক্ষ ও ফুলছড়ি যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকনকে গত ৭ মার্চ ডিভিলহান্টের আসামি হিসেবে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। তাকে ওইদিন বিকেলে আদালতে নিয়ে আসা হলে দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার তানিন আফরিন লাকী ছবি তুলতে যান। এসময় রাশেদুজ্জামান রোকনের ছেলে সুদীপ্ত সরকারসহ দুর্বৃত্তরা সাংবাদিক লাকীর ওপর চড়াও হয়। তারা ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিট ও তার শ্লীলনতাহানি করে। এসময় দুর্বৃত্তরা তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল, ক্যামেরা ছিনিয়ে নেয়। এ ঘটনায় সাংবাদিক তানিন আফরিন লাকী ওই রাতেই গাইবান্ধা সদর থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগটি সদর থানায় ১১ মার্চ মঙ্গলবার মামলা হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে ।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার সাংবাদিকদের জানান, মামলা দায়ের হয়েছে,অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে মামলার কাগজটি ফুলছড়ি থানায় পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সাংবাদিক তানিন আফরিন লাকি গাইবান্ধা পৌর শহরের ব্রীজরোড কালিবাড়ি মোড় এলাকার আব্দুল জলিল সরকারের কন্যা, দৈনিক স্বদেশ বিচিত্রার পত্রিকার স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত রয়েছেন। জাতীয় প্রেস কাউন্সিলসহ একাধিক প্রতিষ্ঠানের প্রশিক্ষণপ্রাপ্ত গণমাধ্যমকর্মী।