
মোজাহিদুল ইসলাম, গাইবান্ধা:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পূর্ব শত্রতার জের ধরে মোশারফ হোসেন নামের এক মৎস্যচাষীর পুকুরে বিষ দিয়ে ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রায় ২লক্ষাধিক টাকা মুল্যের মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিবেশি আওয়ামীলীগ নেতা তোতা মিয়া ও তার পরিবারের বিরুদ্ধে।

বৃহস্পতিবার উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগি মোশারফ হোসেনের বাড়ির সামনের পুকুরে এঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্থ মোশারফ হোসেন জানান,পৈত্রিকসুত্রে প্রাপ্ত পুকুরটি ২০/২৫ ধরে আমি ভোগ দখল করে মাছের চাষাবাদ করে আসছি।এরইমধ্যে আমার প্রতিবেশি মৃত মফিজ উদ্দিনের ছেলে পরসম্পদ লোভি ও কলহপ্রিয় আওয়ামীলীগ নেতক তোতা মিয়া এবং তার পরিবারের লোকজন আমার দখলীয় পুকুরে জমি পাবে বলে অন্যায় দাবি করেন। সেইসুত্রে ঘটনার আগেরদিন বুধবার বিকালে তোতা মিয়া ও তার ছেলে শাকিল মিয়া আমার পুকুরে জোরপূর্বক স্যালো মেশিন লাগিয়ে সেচ দিয়ে ওই পুকুর থেকে মাছ ধরতে থাকেন।
এসময় আমি বাধা দিলে তারা আমার ওপর মারমুখী হয়ে উঠেন।এমতবস্থায় আমি নিরূপায় ওইদিন থানায় একটি অভিযোগ করি। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষনিক ভাবে পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর থেকে স্যালো মেশিনটি তুলে দিয়ে মাছ ধরা বন্ধ করে দেয়।এই ক্ষোভে তোতা মিয়া ঘটনার রাতে কোন একসময় পরিকল্পিত ভাবে ওই পুকুরে বিষ ঢেলে দেয়।পরের দিন শুক্রবার ভোর থেকে পুকুরে বিভিন্ন ধরনের মাছ ভাসতে থাকে। এতে ৩০ থেকে ৩৫ মন মাছ নিধন করে প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করা হয়েছে। ঘটনার ব্যাপারে আমি আইনগত ব্যবস্থা নিবো।
এদিকে আনীত অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত তোতা মিয়া তা অস্বীকার করেন।