
মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
মাগুরায় ধর্ষণ ও হত্যার শিকার শিশু আছিয়ার ন্যায়বিচারের দাবিতে দিনাজপুরের সাধারণ ছাত্রজনতা উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুর সারে চারটার টায়, দিনাজপুরের সাধারণ ছাত্রজনতা উদ্যোগে বিক্ষোভ মিছিলটি নগরীর সদর হাসপাতাল মোড়ে এসে মানববন্ধন করেন ।
এই সময় উপস্থিত ছিলেন , বাদশা আল কাওসার,, রিসাদ ,স্নিগ্ধ, মিনহাজ জামান , আদনান জামান,তানভীর, আহম্মেদ , মিষ্টি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ৮ বছরের শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যার ন্যায়বিচার না হলে বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়। তারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু পরবর্তী সময়ে তাদের ব্যাপকভাবে অবমূল্যায়ন করা হয়েছে। নারী ফুটবলারদের ওপর হামলা হয়েছে। নারী শিল্পীদের চলাফেরায় বাধা দেওয়া হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অপচেষ্টা চালানো হয়েছে।
বক্তারা বলেন, সরকার নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ধর্ষণবিরোধী মিছিলে পুলিশি হামলা ও মামলা করছে। এতে ধর্ষকদের প্রশ্রয় দেওয়া হচ্ছে।
নেতৃবৃন্দ নারী নির্যাতনের প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান। অন্যথায়, সারাদেশে নারীরা কঠোর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024