মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
প্রায় তিন ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখে কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা।
ছয় দফা দাবি আদায়ে দিনাজপুরে রেলপথ অবরোধ করেছে কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। এতে করে দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ শুক্রবার দুপুর ২টার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ এর আহ্বানে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে প্রশাসনে আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের স্থানান্তর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর করা, উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত করা, কারিগরি বোর্ড সংস্কারসহ ছয় দাবি আদায়ে তার বেশ কয়েক দিন থেকে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবি পূরণে কোনো সাড়া না পাওয়ায় তারা আজ বাধ্য হয়ে রেল পথ অবরোধ করেছেন।
দিনাজপুর রেল স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট এবিএম জিয়াউর রহমান জানান, শিক্ষার্থীদের রেল পথ অবরোধের কারণে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024