
গাইবান্ধা প্রতিনিধি
ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার জুম্মার নামাজের পর নেতাকর্মীরা গাইবান্ধা বড় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিলটি শহরের কাচারী বাজার এলাকায় এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি প্রভাষক আব্দুল মাজেদ, সাধারণ সম্পাদক মুফতি আল আমিন বিন হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি শাহাজ উদ্দিন রিয়াদ, সাধারণ সমপাদক আলী আজম মাহমুদ, দাওয়াহ সম্পাদক নাহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক আবু সাঈদ, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024