
গাইবান্ধা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪ নং জামালপুর ইউনিয়ন শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বড় জামালপুর চৌধুরী বাজার সংলগ্ন কালামের চাতালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বড় জামালপুর ইউনিট সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাদুল্লাপুর থানা বিএনপির সদস্য সচিব আঃ ছালাম মিয়া,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম, উপজেলা জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক শামীম, বিএনপি জামালপুর ইউনিয়ন শাখার সভাপতি নুরুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলু, জামালপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ সায়েম মিয়া, ৯নং ইউনিট সভাপতি আঃ সালাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৯নং ইউনিট সাধারণ সম্পাদক আল আমিন। আরো উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন শাখার সভাপতি শাহিন সরকার, রায়হান ফকির, যুব দলের সোবহান খন্দকার, সেচ্ছাসেবক দলের কামরুল ইসলাম, ছাত্রদলের সভাপতি মোঃ শাহাফুল ইসলাম স্বপনসহ নেতাকর্মীবৃন্দ। বক্তারা আগামী সংসদ নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
