
মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। জুলাই এ গণহত্যার সাথে

সরাসরি জড়িত আওয়ামীলীগকে নতুন মোড়কে ফিরিয়ে আনার অপচেষ্টার প্রতিবাদে ও আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবিতে দিনাজপুরে এই বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (২২ মার্চ ২০২৫) বেলা সাড়ে ১২ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুর জেনারেল হাসপাতাল মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বালুবাড়ি শহীদ মিনার হয়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে ওয়ান টু থ্রি ফোর-আওয়ামী লীগ নো মোর, আওয়ামী লীগের ঠিকানা-এই বাংলায় হবে না, ২৪-এর হাতিয়ার-গর্জে উঠুক আরেকবার, ইনকিলাব জিন্দাবাদ, দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা, আপোষ না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম, আবু সাঈদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ, দিয়েছি তো রক্ত- আরো দিব রক্ত, রক্তের বন্যায়-ভেসে যাবে অন্যায়, এই সব স্লোগান দেয়া হয়।
মিছিল শেষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দিনাজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক একরামুল হক আবির, জাতীয় নাগরিক কমিটি দিনাজপুরের প্রতিনিধি মোঃ রেজাউল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মোছাঃ প্রিতী আফরিন, মূখ্য সংগঠক হযরত আলী অনিক প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, যারা আওয়ামী লীগকে পূনর্বাসনের চেষ্টা করবে তারাই বাংলার মাটি থেকে উৎখাত হবে। বক্তারা অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জোর দাবি জানান।