
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইফতারের জন্য বাড়ি ফেরার পথে প্রান কোম্পানির কার্গোর ধাক্কায় ঘটনাস্থলেই এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

২৩ মার্চ রবিবার বিকাল সাড়ে ৫টার টার দিকে গোবিন্দগঞ্জ রাজমতি সুপার মার্কেটের পাশে সিটি ব্যাংকের সামনে ব্রিটিশ টোবাকো কোম্পানির এস আর, আলম মন্ডল ট্রাকের চাপায় নিহত হয়েছেন। জানাযায় নিহত ব্যক্তি গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর গ্রামের সাইদুর মন্ডলের পুত্র।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল আটক করা হয়েছে বলে তিনি জানান।