
গাইবান্ধায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জুর বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মোস্তাক আহমেদ রঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক লীগ এবং খান মো. সাঈদ হোসেন জসিম, সাবেক সাংগঠনিক সম্পাদক, শহর আওয়ামী লীগ।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। তবে আটক হওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024