
মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিলে সম্পত্তির নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এনিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে উভয় পরিবার। বিষয়টি নিয়ে
শুক্রবার (৪ এপ্রিল) ভুক্তভোগী মোহাম্মদ বাবর চৌধুরীর পরিবার সাংবাদিক সম্মেলন করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার রামণারায়নপুর ইউনিয়নের ছোবহানপুর গ্রামে এই ঘটনা ঘটে।
থানার অভিযোগ সূত্রে জানা য়ায়, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধের জের ধরে ভুক্তভোগী মোহাম্মদ বাবর চৌধুরীদের পরিবারের গাছ কাটার পাশাপাশি গাছের ফল পেড়ে নিয়ে যেতো একজ বাড়ির মিজানদের পরিবার। গতকাল বৃহস্পতিবার বিকালে তাদের বাঁশ ও গাছ কাটার পাশাপাশি বিভিন্ন ফলফলাদি পাড়ার সময় মোহাম্মদ বাবর চৌধুরী ও তার পরিবারের লোকজন বাঁধা দেয়। এসময় পরিবারটির ওপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালানো হয়।
মিজানুর রহমান (৩৭) মুশফিকুর রহমান সবুজ (৪০) ও টিপু সুলতান (৪৮) এর নেতৃত্বে এই আক্রমণ চালানো হয়। তারা তিনজনই ছোবহানপুর গ্রামের শাহাজনী বাড়ীর মৃত লুৎফুর রহমানের সন্তান। এসময় অভিযুক্তরা ভুক্তভোগীর ঘরে হামলা করে লুটপাট চালায়। তাদের আক্রমনে প্রতিবেশী আবদুল মতিন চৌধুরীর সন্তান আমেনা বেগম ও মোহাম্মদ বাবর চৌধুরীসহ ৮ জন মারাত্মকভাবে আহত হয়।
সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ বাবর চৌধুরী বলেন, 'তাদের এক ভাই
মুশফিকুর রহমান সবুজ ছাত্রলীগ করতো। এতো দিনে তার নেতৃত্বে আমাদের পরিবারের ওপর আক্রমণ চালিয়েছে। আরেক ভাই টিপু সুলতান সাবেক ছাত্রদল নেতা। এখন তার ইশারাতেই আক্রমণ করা হয়। আমি নিজেও বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমরা এর সুষ্ঠু বিচার চাই।'
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত টিপু সুলতান, হামলা ও জায়গা জমি সংক্রান্ত বিরোধের বিষটি অস্বীকার করেন।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024