
মোঃনাজমুল হাসান (অপু),
বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারিয়েছেন আব্দুল কাদের মিয়া নামের এক কৃষক। শনিবার (৫ এপ্রিল ২০২৫) রাত ৮ টার দিকে উপজেলার ৭নং সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিজ গ্রামে বোরো ধান চাষ করেছিলেন আব্দুল কাদের মিয়া (৬০)। স্থানীয় মো. নাসির উদ্দীন ও মো. সিদ্দিকের কৃষি জমি দিয়ে প্রবেশ করতে হয় মৃত কাদের মিয়ার কৃষি জমিতে। কৃষি জমিতে ইঁদুর মারার জন্য খেতের মধ্যে তার ব্যাবহার করে বৈদ্যুতিক শর্টসার্কিটের ব্যাবস্থা করেছে নাসির ও সিদ্দিক। আব্দুল কাদের মিয়া নিজ জমিতে যাবার পথে বৈদ্যুতিক ফাঁদে পা দিলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, আব্দল কাদের মিয়া শনিবার আসরের দিকে কৃষি জমিতে যায়। সন্ধ্যার দিকে বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা তাকে অনেক খুঁজাখুঁজি করে এবং রাত ৮ টার দিকে তার খোঁজে কৃষি জমিতে গেলে বৈদ্যুতিক ফাঁদের সাথে অজ্ঞান অবস্থায় দেখা যায়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের দাবি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্জালাল বলেন, কৃষকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024