
লালমনিরহাট প্রতিনিধিঃ
জুলাই-২৪ এর গণঅভ্যুত্থানে আহত সম্মুখ যোদ্ধাদের নিয়ে গঠিত সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’ এর লালমনিরহাট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সদস্য সচিব সালমান হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাসিবুল হাসান জিসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৭ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আশিকুর রহমান আশিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হোসেন রতন, মিনহাজুল ইসলাম, সদস্য সচিব মোশারফ হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাসেল মাহমুদ, যুগ্ম সদস্য সচিব সাবিলা সাদরিন আজাদ, শাহিন আলম, মুখ্য সংগঠক নাসির উদ্দিন সোহেল, সংগঠক বিপ্লব হোসেন, মোরছালিন মুন্না, জরিফুল ইসলাম, মূখপাত্র আব্দুল্লাহ হিল কাফি, সহ মূখপাত্র খন্দকার আবতাহী ইসফার দায়িত্ব পেয়েছেন।
নব কমিটির আহবায়ক আশিকুর রহমান আশিক বলেন, এই কমিটি লালমনিরহাট জেলায় জুলাই-২৪ এর আত্মত্যাগের ইতিহাসকে বুকে ধারণ করে কাজ করবে। আমাদের লক্ষ্য হলো জুলাই গণঅভ্যুত্থানে আহত বীর যোদ্ধাদের অধিকার ও সম্মান প্রতিষ্ঠা করা।
সদস্য সচিব মোশারফ হোসেন মিলন জানান,
"জুলাই গণঅভ্যুত্থানে আহত সম্মুখ যোদ্ধাদের অধিকার ও সম্মান প্রতিষ্ঠা করা এবং তারা যেন সুচিকিৎসা ও রাষ্ট্রীয় স্বীকৃতি পায় সেই লক্ষ্যেই কাজ করবে 'ওয়ারিয়র্স অব জুলাই'। আমরা সংগঠনের মাধ্যমে সেই সাহসী সন্তানদের পাশে দাঁড়াতে চাই। যাদের ত্যাগ আজ অনেকেই ভুলে গেছেন।
উল্লেখ্য, জুলাই-২৪ এর গণঅভ্যুত্থান ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতার এক ঐতিহাসিক আন্দোলন। যেখানে বহু সাধারণ ছাত্র-জনতা আহত ও শহীদ হন। সেই সাহসী যোদ্ধাদের নিয়েই গঠিত হয়েছে ‘ওয়ারিয়র্স অব জুলাই’।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024