মোঃ মোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করছেন সোহাগ ইসলাম।
দিনাজপুরের বীরগঞ্জে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন মো. সোহাগ ইসলাম নামের এক যুবক। তার গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল রোববার (২০ এপ্রিল) দুপুরে বীরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের স্লইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ২ বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্যজীবনে তাদের কোনো সন্তানাদি নেই। গতকাল রোববার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের তালাক হয়। নিজ বাড়ির উঠানে ১০ লিটার দুধে সোনা ও রুপার অলংকার ধুয়ে দূর্বাঘাস দিয়ে গোসল করেন সোহাগ।
দুধ দিয়ে গোসল করার কারণ জানতে চাইলে সোহাগ ইসলাম বলেন, ‘দাম্পত্য জীবনে আমাদের দুজনের মধ্যে মিল ছিল না। তাই গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে স্ত্রীকে তালাক দেই। আমি নতুন করে আবার জীবন শুরু করতে দুধ দিয়ে গোসল করেছি।
এ ব্যাপারে ওই গৃহবধূর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024