সোমবার , ৫ মে ২০২৫ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সাদুল্লাপুরে অপহরণের ৩ দিন পর অপহৃত পল্লি চিকিৎসক তরিকুলকে উদ্ধার

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মে ৫, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ণ

 

আহসান হাবীব নাহিদ 

স্টাফ রিপোর্টার :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তরিকুল ইসলাম (৩০) নামের এক পল্লি চিকিৎসক অপহরণের শিকার হয়। অবশেষে অপহরণের তিনদিন পর র‌্যাবের সহযোগিতায় বগুড়া থেকে তাকে উদ্ধার করেছে সাদুল্লাপুর থানা পুলিশ।

সোমবার (৫ মে) রাত ১০ টার দিকে গাইবান্ধা এডিশনাল এসপি বিদ্রোহ কুমার কুন্ড সাদুল্লাপুর থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

অপহৃত তরিকুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

এর আগে সোমবার দুপুর ২ টার দিকে বগুড়ার কোতয়ালী থানাধীন নিশিন্দারা এলাকা থেকে তরিকুল ইসলামকে উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে এডিশনাল এসপি বিদ্রোহ কুমার কুন্ড বলেন, অপহরণ সংক্রান্ত সাদুল্লাপুর থানায় একটি মামলা হলে এ থানা পুলিশ কর্তৃক র‌্যাবের সহযোগীতায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় নিশিন্দারা এলাকা থেকে অপহৃত ভিকটিম তরিকুল ইসলামকে উদ্ধার করা হয়েছে। সেই সময়ে ঘটনার সাথে জড়িত আসামিরা কৌশলে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, গত শুক্রবার (২ মে) বিকেলের দিকে তরিকুল ইসলাম নিজবাড়ি থেকে সাদুল্লাপুরের পঁচারবাজাস্থ ঔষুধের দোকানে যাওয়ার পথে ভাতগ্রামের হাতি চামটা ব্রিজে পৌঁছিলে স্থানীয় লিমন, মোস্তফা ওরফে মোস্তা ও সুমনসহ এজাহার নামীয় আসামিরা তরিকুল ইসলামকে আটক করে মারপিট করেন। এরপর জোরপূর্বক অপরিচিত ব্যক্তির অটোবাইকে তুলে সাদুল্লাপুরের বিভিন্ন স্থানে ঘুরানোর পর পার্শ্ববর্তী রংপুরের পীরগঞ্জ থানা এলাকার নানা জায়গায় নিয়ে গিয়ে আটক করে রাখে এবং আসামিরা বিভিন্ন সময়ে ৫ লাখ টাকা চাঁদা দাবিসহ নন-জুডিসিয়াল স্ট্যাম্পে তরিকুলের স্বাক্ষর ও টিপসহি নেয়।

একপর্যায়ে ঘটনার সাথে জড়িত আসামিরা সাদুল্লাপুর থানা পুলিশের তৎপরতার বিষয়ে জানতে পেরে গত শনিবার (৩ মে) দিনব্যাপী তরিকুল ইসলামকে রংপুরের পীরগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে ঘুরানোর পর একাধিকবার তরিকুল ইসলামের মাধ্যমে মোবাইল ফোনে তার পরিবারের নিকট টাকার জন্য তাগিদ প্রদান করেন।

পরবর্তীতে রোববার (৪ মে) আসামিরা ভিকটিম তরিকুল ইসলামকে বিভিন্ন স্থানে ঘুরানোর পর বগুড়ার কোতয়ালী থানাধীন নিশিন্দারা এলাকার অজ্ঞাতনামা এক ব্যক্তির বাড়িতে রাখেন এবং আসামিরা আশপাশে অবস্থান করতে থাকেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাসনাত জামানের নেতৃত্বে সাদুল্লাপুর থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহযোগীতায় সোমবার (৫ মে) দুপুর ২ টার দিকে বগুড়ার নিশিন্দারা এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত তরিকুল ইসলামকে উদ্ধার করেছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

জবিতে মানবাধিকার বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত  

গাইবান্ধায় ফ্যাশন প্যালেসের উদ্বোধন

সাদুল্লাপুর উপজেলা যানজট নিরসনে নিয়োজিত  স্বেচ্ছাসেবকদের খাবার বিতরণ করে সাদুল্লাপুর উন্নয়ন ফোরাম

গোবিন্দগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদা ও মারপিটের অভিযোগ 

মহল্লাদার ও দফাদার নিয়োগে অস্বচ্ছতা ও অনিয়মের প্রতিবাদে সংংবাদ সম্মেলন

চিরিরবন্দর থানা কর্তৃক আউলিয়াপুকুর হাইউল উলুম সিনিয়ার মাদ্রাসার দূর্নীতিবাজ অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

জাককানইবিতে নবনির্মিত কলা ভবনের উদ্বোধন

গোবিন্দগঞ্জে নদীর জেগে ওঠা চরের জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১০

গোবিন্দগঞ্জে নিহত কিনু মিয়ার হত্যাকান্ডে জড়িত সকল আসামি দের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত 

আরাফাত হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার