
গাইবান্ধা প্রতিনিধি
এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেছেন, আওয়ামী লীগের কোনো লজ্জা নেই, তাদের মরে যাওয়া উচিত। ৫ই আগস্টেই মানুষ আওয়ামীলীগের বিরুদ্ধে রায় দিয়েছে। বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে তিনি এ কথা বলেন। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, দেশকে ভালোবাসতে হবে, দেশকে বুকে ধারণ করতে হবে। সকলকে ক্ষেত্রে চেঞ্জ আনতে হবে। মানুষের এটিচিউড পরিরবর্তন না হলে অনেক কিছুই পরিবর্তন করা সম্ভব হবে না। ৫ই আগস্ট সে সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে নির্বাচন করা উচিত।
অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, ৫ আগস্টের ঐতিহাসিক ঐক্য ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাবে দেশ। মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে আমার বাংলাদেশ পার্টি। আমরা অতীতমুখী হতে চাই না। ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের পর যে সুযোগ সৃষ্টি, তা হাত ছাড়া করলে সবাইকে বিশাল মাশুল দিতে হবে। আবার আওয়ামীলীগ আসলে লাখ লাখ লাশ পড়বে।
সংবাদ সম্মেলনে পার্টির জেলা আহ্বায়ক মো. খায়রম্নল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপসি'ত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান, সদর উপজেলা কমিটির সদস্য সচিব রাঙা মিয়া, সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক তাজুল ইসলাম প্রমুখ।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024