গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে দরবস্ত ইউনিয়নের দুর্গাপুর কালিতলা উচ্চ বিদ্যালয়ের কিছু জমি সাসেক কতৃক অধিগ্রহন করে। উক্ত অধিগ্রহণ কৃত জমির টাকা আত্মসাৎ এর অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে এলাকার সচেতন মহল।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির সহায়তায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধিগ্রহনকৃত জমির ক্ষতি পূরনের টাকা উত্তোলন করে কোন টাকা বিদ্যালয়ে জমা না করে আত্নসাৎ করার অভিযোগ উঠেছে ৷ অদ্য ১৪ মে সকালে দরবস্ত ইউনিয়নের সচেতন মহল গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। পরে গোবিন্দগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সন্মেলন বক্তব্য পাঠ করেন, অত্র এলাকার সচেতন ব্যক্তি এনামুল হক আরো উপস্থিত ছিলেন মহির উদ্দিন গাছু, আব্দুল বারী চিতু, আনিসুর রহমান, মনিরুজ্জামান ডাবলু, খাইরুল ইসলাম, লাল মিয়াসহ অনান্য সুশীল সমাজের ব্যাক্তি,জনপ্রতিনিধি, কমিটির সদস্যরা।
এসময় তারা বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠা কালিন সময় আমরা জমি দান করেছি । আমরা এর আগে প্রধান শিক্ষককে সুন্দর ও বিদ্যালয়টি যাতে ভালো ভাবে সংস্কার করে এমন ব্যাক্তিকে কমিটি দিতে বলি কিন্তু প্রধান শিক্ষক তা না করে সব তার মনমত করে কমিটি দেয় বিদ্যালয়ের টাকা আত্নসাৎ করার লক্ষে। জমি অধিগ্রহণের ৮৫ লক্ষ টাকার কোন টাকাই বিদ্যালয়ের ফান্ডে জমা হয়নি। কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক মিলে এই টাকা আত্মসাৎ করেছে দাবী তাদের।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024